পাই দিবস
বর্তমানে আমরা নানা দিবস পালন করি। পরিবেশ দিবস, নারী দিবস, শিশু দিবস, মাতৃভাষা দিবস, ইত্যাদি। কিন্তু তাই বলে ‘পাই দিবস’! আজ্ঞে হ্যাঁ। গণিতের একটি চিহ্নের সম্মানেও একটি দিবস আছে। - ‘পাই দিবস’। প্রতি বছর ১৪ মার্চ পালিত হয় এই দিনটি। সেই উপলক্ষে এই উপস্থাপনা।
'পাই দিবস' গাণিতিক ধ্রুবক পাই (π)এর সম্মানে উদযাপনের দিন। পাই-এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছর ১৪ই মার্চ (৩/১৪) পাই দিবস হিসাবে পালিত হয়।
কখনও কখনও ১৪ই মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে ‘পাই দিবস’ উদযাপন করা হয়। ঐ দিন দুপুর ১টা ৫৯ মিনিটকে ‘পাই মিনিট নামে আখ্যায়িত করা হয়। দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা হয়।
পাই দিবস আপেক্ষিকতার তত্ত্ব প্রদানের জন্য সুখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনেরও জন্মদিন। এই দিনে মৃত্যুবরণ করেন আরেক বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং।
১৯৮৮ সালে সানফ্রানসিসকোর একটি বিজ্ঞান জাদুঘরে সর্বপ্রথম ‘পাই দিবস’ পালিত হয়। জাদুঘরের বৃত্তাকার স্থানে সংস্থার কর্মচারী ও দর্শনার্থীরা মিলে কেক (পাই) খেয়ে দিনটি উদযাপন করেন। ঐ জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ’ এই দিবস উদযাপনের উদ্যোক্তা বলে তাঁকে ‘পাই-এর রাজপুত্র’ বলা হয়। ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি অনেক সময় তাদের নতুন শিক্ষার্থীদের গ্রহণপত্র পাই দিবসে ডাকে (post)দিয়ে থাকে।
TOP RELATED