কম্পাস পত্রিকা

সর্বকালের শ্রেষ্ঠ গোলকিপার লেভ ইভানোভিচ ইয়াসিন‌

Published on: 2024-03-20 15:17:21

Share on:

ফুটবল ইতিহাসে মাত্র একজন গোলকিপার জিতেছেন ব্যালন ডি অ্যর। তিনি হলেন সর্বকালের সেরা গোলকিপার লেভ ইয়াসিন। লেভ তাঁর কেরিয়ারে ১৫১টি পেনাল্টি শট ঠেকিয়েছিলেন এবং ২৭০ ম্যাচে ক্লিন শীট রেখেছিলেন! তিনি ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ বেসামরিক সন্মান ‘অর্ডার অফ লেনিনক্স সম্মাননায় ভূষিত হন। এছাড়াও অসংখ্য অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন লেভ ইয়াসিন। ফুটবল ইতিহাসের সেরা গোলকিপার কে? পিটার শিল্টন, দিনো জোফ, গর্ডন ব্যাঙ্কস, অলিভার কান কিংবা হালের বুঁফো, ক্যাসিয়াস, ন্যুয়ার অনেক গোলকিপারের নাম আসলেও একজনকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি; তাঁর নাম লেভ ইয়াসিন! ফুটবলের যেকোনো পজিশনের সেরা ফুটবলার নিয়ে তর্ক বির্তকের শেষ নেই; তবে ব্যতিক্রম একটা পজিশনে। কোনো সন্দেহ ছাড়াই সর্বকালের সেরা গোলকিপার লেভ ইয়াসিন। লেভ ইয়াসিন এমন একজন গোলকিপার যাঁর নামানুসারে ফ্রান্স ফুটবল গোলকিপারদের ‘ইয়াসিন ট্রফিক্স নামক একটা এওয়ার্ড দেওয়ার প্রচলন শুরু করেছে। ২০০৯ সালে সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়া তাঁর স্মরণেই ২ রুবলের কয়েন ছাড়ে বাজারে। একটি দেশের মুদ্রায় একজন খেলোয়াড়ের ছবি সংবলিত থাকাই বলে দেয় তিনি কতটা ভালো ফুটবলার ছিলেন, ছিলেন কত ভালো মানের গোলকিপার! আর এই দুটি উদাহারণই বলে দেয় তাঁর অবস্থান, তাঁর ক্ষমতা, তাঁর বিশালতা, তাঁর মান ও মূল্য! একই সঙ্গে দেখায় তাঁর দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের খেলার প্রতি ভালোবাসার গভীরতা। বস্তুতঃ, খেলাধূলার প্রতি সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্টে্রর এই উৎসাহের কারণেই সেই দেশ ক্রীড়াক্ষেত্রে দ্রুত এগিয়ে গিয়েছে। ১৯২৯ সালের ২৩ অক্টোবর সাবেক সোভিয়েত ইউনিয়নের মস্কো শহরের এক শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান ফুটবলার লেভ ইভানোভিচ ইয়াসিন।

TOP RELATED